Tuesday, May 30, 2017

হঠাৎ 

 ছাই  ছাই  ধূসর  মেঘ 
একরাশ  খোলা  হাওয়া 
বৃষ্টি  ঝিরি  ঝিরি 
হটাৎই  দেখা  হওয়া 

কালো  কালো কেশ 
আলু থালু বেশ 
ভেজা ভেজা ঠোঁট 
ভীষণ দাপট 

রামধনু  মন 
শুধুই  অকারণ 
বাস্তব  না স্বপ্ন 
বুঝতে বিপন্ন 

আমি  বসে ভাবি 
পাবি না  হারাবি 
ছুঁয়ে দেখি তাই 
যদি পাই 

চক্ষু খুলি যেই 
দেখি সে  নেই 
একরাশ খোলা হাওয়া 
হঠাৎই দেখা হওয়া 

No comments:

Post a Comment